১০ দফা দাবিতে আইএইচটি শিক্ষার্থীদের অনশন

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোজির (আইএইচটি) শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2016, 07:17 PM
Updated : 16 May 2016, 07:17 PM

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় জেলা শহীদ মিনার প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন।  

ফিজিওথেরাপি বিভাগের তৃতীয় বিভাগের শিক্ষার্থী সোয়াইব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডব্লিউএইচও নীতিমালা অনুযায়ী নতুন পদ সৃষ্টি ও চাকরির সুযোগ বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন করে আসছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

সেই আন্দোলনের অংশ হিসেবে তারা এ কর্মসূচির আয়োজন করেন বলে তিনি জানান।

অনশনকালে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবিদুর রহমান আবিদ জানান, প্রচণ্ড গরমের পাশাপাশি পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতার কারণে ১৮ শিক্ষার্থী অনুস্থ হয়ে পড়ে।

তবে তারা আশঙ্কামুক্ত বলে তিনি জানান।