বৌদ্ধভিক্ষু হত্যা: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যায় গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2016, 11:13 AM
Updated : 16 May 2016, 12:38 PM

সোমবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিন করে হেফাজতের (রিমান্ড) আবেদন করে।

শুনানি শেষে বান্দরবানের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু হানিফ ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে মো. জিয়া ও রহিম মিয়ানমারের নাগরিক এবং ছামং চাক নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের বাসিন্দা বলে জানান তিনি।

ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা ভিক্ষু হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।”

শুক্রবার রাতে মন্দিরে ধ্যানরত অবস্থায়  চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মং শৈ উ (৭০) কে গলাকেটে হত্যা করা হয়। শনিবার সকালে তার রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে জানায়।

এ ঘটনায় ভিক্ষুর বড় ছেলে চিংসাউ চাক শনিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

শনিবার রাতেই অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।