গাজীপুরে সোয়েটার কারখানার আগুনে দগ্ধ ২ শ্রমিক

গাজীপুরে একটি সোয়েটার কারখানার আগুন নেভাতে গিয়ে দুই শ্রমিক দগ্ধ হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2016, 03:37 AM
Updated : 14 May 2016, 05:11 AM

জয়দেবপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, শনিবার ভোরের দিকে সিটি করপোরেশনের মোখরখাল বিজয় সড়কের পাশে নরসুন্দা সোয়াটার কারখানায় এ অগ্নিকাণ্ড হয়।

আহত জসিম উদ্দিন (২৫) ও তোফাজ্জল হোসেনকে (২৪) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাসিবুল বলেন,ভোর সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানায় আগুনের সূত্রপাত হয়।মুহুর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে।

“এ সময় জসিম ও তোফাজ্জল কারখানায় ঘুমাচ্ছিলেন।পরে নিজেরা আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন।তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

আগুনে জসিমের পিঠ এবং তোফাজ্জলের হাতে পুড়েছে বলে জানান হাসিবুল।

খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসুন্দা সোয়াটার কারখানায় মূলত বিভিন্ন কারখানা থেকে অর্ডার এনে (সাব-কন্ট্রাক্টে) সোয়েটার তৈরি করা হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের আজিম বলেন, আগুনে সোয়েটার তৈরির জন্য সরবরাহ করা প্রায় এক কোটি টাকার সূতা এবং তার নিজের কেনা ৫০ লাখ টাকার ১৫০টি নিটিং ও লিকিং মেশিন পুড়ে গেছে।

কারখানার ভবনের মালিক খোরশেদ আলমের দাবি, আগুনে একতলা ভবনের প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে।