জয়পুরহাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নারীসহ আরও দুই জন আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2016, 09:37 AM
Updated : 13 May 2016, 01:08 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

সদরের তুলশীগঙ্গা নদী তীরবর্তী সতিঘাটা গ্রামে মারা যান রফিকুল ইসলাম (৩৩)।

বৃহস্পতিবার রাজধানীসহ দেশের ১২ জেলায় বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, বেলা ১১টার দিকে সতিঘাটা মাঠে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে রফিকুলের মৃত্যু হয়। রফিকুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে।

তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে এলাকাবাসীরা পুলিশকে জানিয়েছে।

একই সময়ে আহতরা হলেন সতিঘাটা গ্রামের আফজাল হোসেন (৪০) ও বেড়ইল গ্রামের নিশিকান্তের স্ত্রী গায়ত্রী রানী (৩২)।

আফজালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গায়ত্রী রানীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

ক্ষেতলাল থানার এসআই রশিদ ভদ্র জানান, সকাল সাড়ে ১০টার দিকে ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান মানিক মিয়া (৩৫)। তিনি মানিক একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে।