+রোহিঙ্গা ক্যাম্পের ব্যারাকে আনসার হত্যা, অস্ত্র লুট

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ব্যারাকে হামলা চালিয়ে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, লুট হয়েছে ১১টি অস্ত্র।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2016, 04:01 AM
Updated : 9 Jan 2017, 05:02 PM

শুক্রবার ভোরের দিকে টেকনাফের হ্নীলার মুচনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে শরণার্থী ক্যাম্প পুলিশের ওসি মোহাম্মদ কাসেম জানান।

নিহত আলী হোসেন (৫৫) টাঙ্গাইলের সফিপুর এলাকার শুক্কুর আলীর ছেলে। তিনি ওই ক্যাম্পের আনসার কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

ওসি বলেন, “ভোর ৩টার দিকে একদল ডাকাত শরণার্থী ক্যাম্পে হামলা করে। তাদের গুলিতে আলী হোসেন আহত হন। তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

হামলাকারীরা আনসার ব্যারাক থেকে দুটি এসএমজি, পাঁচটি চায়নিজ রাইফেল, চারটি শটগান ও ৬৭০টি গুলি লুট করে নিয়ে গেছে বলে জানান তিনি।

হামলায় আরও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন; তাদের শরণার্থী শিবিরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আলী হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, মুচনী শরণার্থী শিবিরের পশ্চিমের পাহাড়ে ডাকাতদের আস্তানা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

“জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ ওই পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে।”