মুন্সীগঞ্জে বিষ্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2016, 01:43 PM
Updated : 11 May 2016, 01:43 PM

যশলং ইউনিয়নের দরজারপাড় গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে টঙ্গীবাড়ি থানার এসআই এবিএম শাহ আলম জানান।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গান পাউডার, ককটেল তৈরির কাজে ব্যবহৃত জর্দার কৌটা, ভাঙা ব্লেড, পাথর ও স্কচটেপ উদ্ধার করা হয়েছে।  

ওইস্থানে রক্তের দাগ পাওয়া গেলেও কয়জন আহত হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

এসআই এবিএম শাহ আলম বলেন, গ্রামের মৃত জামালউদ্দিন সর্দারের ছেলে সৌদি আরব প্রবাসী শিপন সর্দারের ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে টিন ও কাঠের তৈরি ঘরটির অর্ধেক উড়ে যায় বলে জানান তিনি।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা তৈরির আলামত জব্দ করেছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

হতাহতের কোনো হদিস পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, তবে ঘরের মেঝেতে রক্তের ছোপ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, শিপন গত আট বছর ধরে সৌদি আরব থাকেন। তার ঘরে ভাগ্নে রাকিব, পূর্ব মোল্লাকান্দির মিল্টন, মুসা ও রিমনসহ ৪/৫ জন বসবাস করতেন।

রাত আনুমানিক দেড়টার দিকে ওই ঘরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। একপাশ উড়ে গেছে। পাশের ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের মেঝেতে ও উঠানে ছোপ ছোপ রক্তের চিহ্ন দেখা গেছে।

এছাড়া ঘরের ভিতরে ও বাইরে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।