জামালপুরে দুই ভোট কর্মকর্তা আটক

আগেই সিল মারা ব্যালট পেপার নিয়ে কেন্দ্রে ঢোকায় জামালপুরের বকশীগঞ্জের একটি ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2016, 04:42 AM
Updated : 7 May 2016, 05:12 AM

শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর সময় তাদের আটকের পর ওই কেন্দ্র দুটিতে ভোটগ্রহণও স্থগিত করা হয়েছে বলে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।     

আটক দুই প্রিজাইডিং কর্মকর্তা হলেন সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. আনিছুজ্জামান এবং আচ্চাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. আক্রামুজ্জামান।

প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণের প্রধান দায়িত্বে থাকেন প্রিজাইডিং কর্মকর্তা। তাদের অধীনে বিভিন্ন বুথে কাজ করেন পোলিং কর্মকর্তারা। 

দেশব্যাপী ইউপি ভোটের চতুর্থ দফায় জামালপুরের বকশীগঞ্জ , মাদারগঞ্জ ও মেলান্দহ এই তিন উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

সাধুরাড়া বাদে অন্য নয়টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।