‘ভোটারকে টাকা দিতে গিয়ে’ দুজন কারগারে

নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের টাকা দিতে যাওয়ার অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 12:51 PM
Updated : 3 May 2016, 12:51 PM

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান এই দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের আব্দার রহমানের ছেলে রাজ্জাকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৫০)।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমানের ঘোড়া প্রতীকের পক্ষে ওই দুইজন ভোটার তালিকা নিয়ে খন্দকার পাড়ার ভোটারদের নগদ ৬শ’ টাকা করে দিচ্ছিলেন।

“এক পর্যায়ে ওই কর্মীরা খন্দকার পাড়ার আইউব আলী ও তার স্ত্রী মোতাহারা বেগমকে টাকা দিতে গেলে ওই দম্পতি তাদের আটক করে পুলিশে খবর দেয়।”

পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় আনার পর মঙ্গলবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেরা নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান জানান, ইউপি নির্বাচন ২০১৬ আচরণ বিধি লঙ্ঘন করায়  ওই দুজনকে এক মাস করে বিনাশ্রম  সাজা দিয়েছেন।

আগামী ৭ মে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

দণ্ডপ্রাপ্তদের বিকালে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।