শিশু ধর্ষণের অভিযোগে খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে রংপুরে এক খাদ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 03:27 PM
Updated : 2 May 2016, 03:28 PM

রংপুর কোতোয়ালি থানার কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, সোমবার বিকালে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার খাদেমুল ইসলাম হিরু (৫৫) মিঠাপুকুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত। রোববার বিকেলে রংপুর শহরের ধাপ সাগরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

ওসি সাংবাদিকদের বলেন, রোববার মেয়েটির ফুপা বাদী হয়ে খাদেমুল ইসলাম হিরুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় খাদেমুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে ওসি বলেন, মেয়েটির বাড়ি নীলফামারী জলঢাকায়। শনিবার সকালে গৃহকর্মী হিসেবে খাদেমুলের বাড়িতে কাজ নেয় সে।

“বিকালে খাদেমুলের স্ত্রী ও সন্তানরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতে মেয়েটিকে ধর্ষণ করে। এতে গুরুতর অসুস্থ হলে রোববার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্তব্যরত চিকিৎসক আবু শফি মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে শিশুটি এখন শঙ্কামুক্ত।