আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে কুড়িগ্রামে রেলপথ অবরোধ

ঢাকা-কুড়িগ্রাম-চিলমারী রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছে কুড়িগ্রামের বাসিন্দারা।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 09:11 AM
Updated : 30 April 2016, 09:11 AM

কুড়িগ্রাম রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ডাকে শনিবার সকাল ৯টা থেকে কুড়িগ্রামের আটটি স্টেশনে রেলপথ অবরোধ করে রাখে কয়েক হাজার নারী-পুরুষ।

তিন ঘণ্টাব্যাপী এ অবরোধে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে।

গণকমিটির কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ হাসান নলেজ বলেন, ঢাকা-কুড়িগ্রাম-চিলমারী রুটে আন্তঃনগর ট্রেন ভাওয়াইয়া এক্সপ্রেস চালুর দাবিতে এর আগে মন্ত্রীকে দুই লাখ মানুষের গণস্বাক্ষর জমা দেওয়া হয়। আর শনিবার চিলমারী, কুড়িগ্রাম, রমনা, বালাবাড়ি, উলিপুর, পাচঁপীর, রাজারহাট, সিঙ্গেরডাবরী রেল স্টেশনে একযোগে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

এক মাসের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কুড়িগ্রাম স্টেশন মাস্টার মাঈদুল ইসলাম বলেন, রেলপথ অবরোধের কারণে চিলমারী থেকে তিস্তাগামী ৪১৫ আপ ট্রেনটি কুড়িগ্রাম রেল স্টেশনে আটকা পড়ে।