মুন্সীগঞ্জে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন ভারতীয় হাই কমিশনারের

মুন্সীগঞ্জে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 02:04 PM
Updated : 28 April 2016, 02:04 PM

বৃহস্পতিবার সকালে শ্রীনগর উপজেলার দামলা গ্রামের লেখক সালাম আজাদের বাড়িতে তার প্রায়ত স্ত্রী সহেলী মির্জার নামে ফাউন্ডেশনটির স্মৃতি ফলক উন্মোচন করা হয়।

এরই মধ্য দিয়ে ক্যান্সার সম্পর্কে দরিদ্র মানুষের মধ্যে সচেতনতা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে ফাউন্ডেশনটি কাজ শুরু করেছে।

হাই কমিশনার আশা প্রকাশ করেন এই ফাউন্ডেশন আর্ত্মমানবতার সেবায় গুরুত্বর্পূ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ।

লেখক সালাম আজাদের সভাপত্বিত্বে এতে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সাবেক শিক্ষা সচিব এনআই খান, মাল্টায় নিযুক্ত অনারারী কন্সুলার সোয়েব চৌধুরী প্রমুখ।