ঝালকাঠিতে হত্যার দায়ে ৩ ভাইয়ের যাবজ্জীবন

সাত বছর আগের একটি হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2016, 10:51 AM
Updated : 26 April 2016, 01:50 PM

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে, যা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে।

মঙ্গলবার জেলা ও দায়রা জজ শফিকুল করিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার মকরমপুর গ্রামের আবদুল গণি হাওলাদারের তিন ছেলে আলগমীর হোসেন হাওলাদার, কামাল হোসেন হাওলাদার ও মিরন ওরফে ভুলু হাওলাদার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল মান্নান রসূল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ১৬ জুন একই গ্রামের প্রতিবেশী আব্দুস সালামকে পূর্ব বিরোধের জের ধরে তিন ভাই মিলে পিটিয়ে হত্যা করে। 

“ওইদিনই নিহতের ভাইয়ের ছেলে শিপন হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় হত্যা মামলা দায়ের করেন।”

মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানান তিনি।