চকরিয়ার ৬ ইউপিতে আ. লীগ, ২টিতে বিএনপি জয়ী

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগ ও দুইটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2016, 05:47 AM
Updated : 24 April 2016, 05:48 AM

এছাড়া একটিতে জাতীয় পার্টি (এরশাদ) আর বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ীরা হচ্ছেন

হারবাং ইউনিয়নে মিরানুল ইসলাম মিরান (আওয়ামী লীগ), বরইতলিতে জালাল আহমদ সিকদার (বিএনপি), সাহারবিলে মহসীন বাবুল (আওয়ামী লীগ), সদর চিরিঙ্গা ইউনিয়নে জসিম উদ্দিন (আওয়ামী লীগ), খুটাখালী ইউনিয়নে আব্দুর রহমান (স্বতন্ত্র), কাকরায় শওকত ওসমান (আওয়ামী লীগ), সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আজিমুল হক আজিম (আওয়ামী লীগ), বমু বিলছড়িতে আব্দুল মতলব (বিএনপি), লক্ষাচরে গোলাম মোস্তফা কায়ছার (স্বতন্ত্র), ডুলাহাজারা ইউনিয়নে নুরুল আমিন (জাতীয় পার্টি), কৈয়ারবিল ইউনিয়নে মুক্তি ইকবাল (স্বতন্ত্র) ও ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গিয়াস উদ্দিন চৌধুরী (আওয়ামী লীগ)।