সুন্দরবনে বনদস্যুদের হাতে জিম্মি ১০ মৌয়াল উদ্ধার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় বনদস্যুদের হাতে জিম্মি ১০ মৌয়ালকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2016, 06:53 PM
Updated : 22 April 2016, 06:53 PM

শুক্রবার দিনভর অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের দুটি নৌকাসহ উদ্ধার করা হয় বলে কোস্টগার্ডের সাতক্ষীরার কৈখালি ক্যাম্প ইনচার্জ ওমর ফারুক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর সুন্দরবনে মধু ভাঙতে যাওয়া ১০ মৌয়ালকে বনদস্যুরা জিম্মি করে প্রত্যেকের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল।

“খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে দুটি নৌকাসহ ১০ মৌয়ালকে উদ্ধার করা হয়।” 

তবে কোস্টগার্ড সদস্যরা কোনো বনদস্যুকে আটক করতে পারেনি।

উদ্ধারকৃতরা হলেন আমিনুর, মিজানুর রহমান, কবির, রতন, মোজাম্মেল, কাশেম, রেজাউল, শাহিনুর, রহিম ও খোকন।

সবার বাড়ি শ্যামনগর উপজেলার সাপখালি গ্রামে।