অস্ত্রধারীরা গ্রেপ্তার না হলে নাটোরে বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণা

অবৈধ অস্ত্র উদ্ধারসহ অস্ত্রধারীদের গ্রেপ্তার না করলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে নাটোর সদর উপজেলা বিএনপি।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2016, 11:18 AM
Updated : 21 April 2016, 11:18 AM

বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির শহরের আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

তবে নির্বাচন কমিশনে দেওয়া বিএনপির সাতটি অভিযোগপত্রে প্রচারে বাধা দানসহ বিভিন্ন অভিযোগের কথা থাকলেও অস্ত্রধারীদের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ।

তারা আরও বলেন, ‘বিএনপি মনোনিত প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধা, হুমকি-ধামকি, নির্বাচনী ক্যাম্প ও মাইক ভাংচুর, পোস্টার ছেঁড়া, ভোটারদের হুমকি দেওয়াসহ নানাভাবে বাধা প্রদান করা হচ্ছে।

‘এসব বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করেও কোনো ফল হয়নি।

‘বরং পুলিশ উল্টো সরকার দলীয় প্রার্থীর হয়ে ভোটরদের বাড়ি বাড়ি গিয়ে নানা ভয়ভীতি প্রদর্শন করছে।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসান আলী, সদর উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে অস্ত্রধারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি।”

তাদের কাছে অবৈধ অস্ত্রধারীদের বিষয়েও কোনো তথ্য নাই বলেও দাবি করেন তিনি।