চাঁদপুরে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণ, আহত ৩

চাঁদপুরের হাইমচর উপজেলায় ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে তিন যুবকের আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।  

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2016, 06:55 AM
Updated : 21 April 2016, 06:55 AM

বুধবার রাতে আলগী দক্ষিণ ইউনিয়নের উত্তর গন্ডামারা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান হাইমচর থানার ওসি সৈয়দ মো. মাহবুবুর রহমান।

আহতদের একজন হলেন ওই গ্রামের সোহাগ বেপারী (২৬)। বাকি দুইজনের পরিচয় জানায়নি পুলিশ।

তারা গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানান ওসি মাহবুবুর।

স্থানীয়দের বরাত দিয়ে মাহবুবুর রহমান বলেন, রাত সাড়ে ১০টার দিকে গন্ডামারা গ্রামের কালু পাটওয়ারীর বাড়িতে সোহাগ, তার ভাই আল আমিন বাবুসহ (২৫) সাত-আটজন যুবক বোমা তৈরি করছিল। ওই সময় বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়।

“এরপর তারা পালিয়ে যায়। তাদের মধ্যে সোহগসহ তিনজন আহত বলে স্থানীয়রা জানিয়েছেন।”

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এছাড়া এ ঘটনায় জড়িত অভিযোগে সোহাগের ভাই আল আমিন বাবুকে আটক করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেইজন্য এই বোমাগুলো তৈরি করছিল বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

“বোমা বিস্ফোরণে আহত যুবকদের সন্ধানে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।”

এ ঘটনায় চাজনের না উল্লেখসহ আটজনকে আসামি করে পুলিশ থানায় একটি মামলা করেছে বলে জানান ওসি।