ক্লাসরুমে ২০ ছাত্রের চুল কাটলেন মাদ্রাসার শিক্ষক

ঝালকাঠির এক মাদ্রাসায় ক্লাসে দাঁড় করিয়ে দ্বিতীয়ও তৃতীয় শ্রেণির ২০ শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছেন এক শিক্ষক।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2016, 01:08 PM
Updated : 19 April 2016, 01:44 PM

মঙ্গলবার দুপুরে জেলার রাজাপুর উপজেলার বাগড়ি গ্রামের নুরানি কিন্ডার গার্টেন মাদ্রাসা ও হিফজখানায় এ ঘটনা ঘটান মো. রবিউল ইসলাম।

চুল কাটার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্র জুবায়ের ইসলামের মামা সিদ্দিক আকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক দিন ধরে ওই শিক্ষক রবিউল ছেলেদের মাথার চুল কেটে আসতে বলেন।

“কিন্তু অনেকের মাথার চুল ছোট থাকায় তারা চুল কেটে মাদ্রাসায় যায়নি। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের ক্লাসে দাঁড় করিয়ে টুপি খুলে কাঁচি দিয়ে মাথার কিছু চুল কেটে দেন।”

এদিকে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে বিষয়টি জানালে অভিভাবকরা মাদ্রাসায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগ স্বীকার করে শিক্ষক রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, “চুল কেটে না আসায় কাঁচি দিয়ে প্রত্যেকের মাথায় একটি করে পোচ দিয়ে চুল কেটে দিয়েছি। যাতে বাড়িতে গিয়ে ভালো করে চুল কেটে আসে।”

ওই মাদ্রাসার প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, “ঘটনাটি শুনেই ওই শিক্ষককে গালমন্দ করেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।