ঝিনাইদহে জামায়াতের ১৮ নারী কর্মীর জামিন না মঞ্জুর

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে গ্রেপ্তারকৃত জামায়াতের ১৮ নারী কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2016, 08:41 AM
Updated : 19 April 2016, 08:44 AM

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির চৌধুরী জানান, জামায়াতের ১৮ নারী কর্মীর  বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

আটককৃতরা হলেন মোসাম্মৎ ঝরণা বেগম (৩৫), মোসাম্মৎ ফুসিদা আকতার (৩২), মোসাম্মৎ শরিফা বেগম (৩০), মোসাম্মৎ নাজমা বেগম (৩২), মোসাম্মৎ হালিমা বেগম (৩৫), মোসাম্মৎ মিনা আকতার (৩০), রিক্তা খানম (২৮), মোসাম্মৎ হাসিনা খাতুন (৩৬), রাবেয়া খাতুন (৩৭), বিউটি বেগম (৩৫), শাহিনা খাতুন (২৮), মোসাম্মৎ ফনসুরাত (২৮), বিলকিস নাহার (২৮), লিপি বেগম (৩৫), শিরিন সুলতানা (৩২), জামেলা খাতুন (৭৫), রিমা খাতুন (২৮) ও মোসাম্মৎ শামসুন নাহার (৭০)।

গত সোমবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলার দুধস্বরা গ্রাম থেকে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করে বলে পুলিশ জানিয়েছে।