কনে দেখার অনুষ্ঠানে ‘চা পানে’ অসুস্থ্ ১৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিয়ের পাত্রী দেখার অনুষ্ঠানে ‘চা পানে’ ১৮ জনের অসুস্থ হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2016, 06:15 AM
Updated : 15 April 2016, 06:36 AM

দেবীগঞ্জ থানার ওসি সুকুমার মোহন্ত জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সোনাহার ইউনিয়নের বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে তৈলক্ষ রায়কে (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরতি রাণী (৪৫), বিমল (৫৬), রেখা রাণী (৪০), দিলীপ (৩৬), মুকুল রায় (১৩) ও রিমন রায়সহ (১০) বাকিদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরতি রাণীর বরাত দিয়ে ওসি সুকুমার বলেন, বৃহস্পতিবার নীলফামারী সদরের সুরেন্দ্র নাথ রায়ের পরিবারের লোকজন তাদের মেয়েকে দেখতে আসেন।

“রাতের খাবার শেষে তারা চা পান করেন। এর পরপরই তাদের ঝিমুনি, কারও কারও বমি ও মাথা ঘোরা শুরু হয়। পরে প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে যায়।”

স্থানীয় বাজার থেকে কিনে আনা খোলা পাতা দিয়ে বাসাতেই ওই চা বানানো হয়েছিল বলে বাড়ির বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, “ঠিক কী কারণে তাদের এই অসুস্থতা, সমস্যা কোথায় ছিল- তা পরীক্ষা না করে বলা যাবে না।”

হাসপাতালে আসা সবাই প্রায় সুস্থ্ হয়ে উঠলেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে এই চিকিৎসক জানান।