ঝালকাঠিতে শিশু হত্যায় কিশোরের যাবজ্জীবন

ছয় বছর আগে এক শিশুকে ইট ছুড়ে হত্যার দায়ে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2016, 10:09 AM
Updated : 13 April 2016, 10:09 AM

দণ্ডিত পলাশ মৃধা জেলার কাঁঠালিয়া উপজেলার পশ্চিম চেচরী গ্রামের গোপাল মৃধার ছেলে। ওই সময় সে বানাই মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

বুধবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহা. বজলুর রহমান আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এম আলম খান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালের মার্চে কাঁঠালিয়া উপজেলার পশ্চিম চেচরী গ্রামের স্বপন হাওলাদারের মেয়ে তুলি রানীকে ইট ছুড়ে মারে পলাশ মৃধা।

“এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ঘটনার দিন নিহত শিশুটির বাবা বাদী হয়ে পলাশের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন বলে জানান তিনি।