মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোণায় গ্রেপ্তার ৪

মানবতাবিরোধী অপরাধ মামলায় নেত্রকোণায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধিনেত্রকোণা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2016, 12:27 PM
Updated : 12 April 2016, 12:30 PM

মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

গ্রেপ্তাররা হলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামের আশক আলী (৯০), নোয়াগাও গ্রামের শাহনেওয়াজ (৯০), আজিজুর রহমান (৭০) ও রমজান আলী (৭৮)।

এসপি জয়দেব চৌধুরী জানান, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দায়ের করা মামলায় আদালতের পরোয়ানায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

“বর্তমানে গ্রেপ্তারদের নেত্রকোণা মডেল থানায় রাখা হয়েছে। পরে তাদেরকে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হবে।”

আশক আলী, শাহনেওয়াজ ও আজিজুর রহমানকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসপি জয়দেব।

তবে রমজান আলীকে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বলেন, প্রায় ২৫ বছর ধরে এলাকা ছেড়ে নরসিংদীর কাউরিয়াপাড়ার নতুন লঞ্চঘাট এলাকায় বসবাস করে মাছের ব্যবসা করছেন রমজান আলী।

বিকালে লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাত্তরে এলাকায় তারা ত্রাস সৃষ্টি করেছিল। সে সময় তারা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছে।

তাই তাদের বিরুদ্ধে তারা মামলা করেছেন। তবে মামলা কখন করেছেন তা তিনি বলতে রাজি হননি।