রোয়াংছড়িতে ২৬টি বসতঘর ভস্মীভূত  

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপাড়ায় অগ্নিকাণ্ডে ২৬টি বসতঘর পুড়ে গেছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2016, 12:46 PM
Updated : 10 April 2016, 12:46 PM

মারমা অধ্যুষিত নেয়াপাড়ায়  শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড হয় বলে জানান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অংশৈ মং মারমা।

তিনি বলেন, একটি বাড়ির রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়ে অল্প সময়ের মধ্যে অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবা মং মারমা বলেন, মালামালসহ ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে।  

“তারা বার্ষিক সাংগ্রাইং পোয়ে উৎসবও করতে পারবে না এবার।”

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রান্নার সামগ্রীসহ পাঁচ হাজার টাকা করে দিয়েছেন।  

এছাড়া রোববার দুপুরে সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফকরুল আহসান ও সদর সেনা জোন কমান্ডার এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারকে খাবারসহ পাঁচ হাজার টাকা করে বিতরণ করেন।