নাগেশ্বরীতে ভোটের লড়াইয়ে দুই নারী

কুড়িগ্রামের নাগেশ্বরীর দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন দুই নারী প্রার্থী।

আহসান হাবীব নীলু কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2016, 09:56 AM
Updated : 10 April 2016, 03:21 PM

এরা হলেন- রায়গঞ্জ ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আমিনা বেগম অনন্যা ও বল্লভেরখাস ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী আনজুমান আরা বেগম।

আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ইউনিয়ন দুটিতে ভোটগ্রহণের কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে গণসংযোগ শুরু করেছেন তারা।

উপজেলার ১৪টি ইউনিয়নে আরও ৮১ জন চেয়ারম্যান প্রার্থী তৃতীয় ধাপে এ ভোটে লড়ছেন।

বল্লভেরখাস ইউনিয়নের গত নির্বাচনে প্রার্থী ছিলেন আনজুমান আরা বেগমের ছেলে আতিকুর রহমান রাজা। তিনি বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত বছরের ৭ অক্টোবর দুর্বৃত্তরা তাকে হত্যা করায় মা আনজুমান আরাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় জাতীয় পার্টি।

এ ইউনিয়নে তিনি ছাড়াও আরও ছয় প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।

আনজুমান আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে ইউনিয়নবাসীর জন্য জীবন দিয়েছে। এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ও ছেলের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে আমার নির্বাচনে আসা।

“জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। সাড়াও মিলছে। আশা করছি জনতার রায়ে বিজয়ী হব।” 
রায়গঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম নারী প্রার্থী আমিনা বেগম। উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।

দলীয় প্রতীকে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে আমিনা বেগমকে বেছে নেয় বিএনপি।

আমিনা বলেন, “এ ইউনিয়নে প্রথম নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার বিশ্বাস ভোটাররা আমাকে জয়যুক্ত করবেন।” 

নাগেশ্বরী উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৪, জাতীয়পার্টির ১৪, বিএনপির ১৩, ইসলামী আন্দোলনের ১০ স্বতন্ত্র ৩২ প্রার্থীসহ মোট ৮৩ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।