বাসে ধর্ষণ: আরও ৫ জন কারাগারে

টাঙ্গাইলের মধুপুরে বাসে এক নারীকে দলবেঁধে ধর্ষণের মামলায় আরও পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2016, 12:25 PM
Updated : 6 April 2016, 12:25 PM

বুধবার টাঙ্গাইলের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হামিদুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে ওই পাঁচজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন বলে জানান ধনবাড়ী থানার ওসি মো. মজিবর রহমান।

এরা হলেন মিলিটারি সেলিম, সেলিম, জালু, ইলিয়াস ও আব্দুল লতিফ মুন্সী। এরা এলাকায় শ্রমিক নেতা হিসেবে পরিচিত।

এর আগে ‘বিনিময় পরিবহন’ নামের ওই বাসের চালক হাবিবুর রহমান নয়ন ও তার দুই সহযোগী রেজাউল ও আব্দুল খালেক ভুট্টোকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা এখন জেল হাজতে আছেন এবং তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৩১ মার্চ গাজীপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক খালার বাড়ি বেড়াতে গিয়েছিলেন ওই নারী। পরদিন সকালে সেখান থেকে গাজীপুর ফেরার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিনিময় পরিবহনের বাসে ওঠেন তিনি।

ওই বাসের চালক ও দুই সহকারী বাসের মধ্যে তাকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।  

ওই ঘটনায় ওই নারী বাদী হয়ে নয় জনকে আসামি করে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় বাসের তিন শ্রমিকের বিরুদ্ধে ধর্ষণ এবং ছয় শ্রমিক নেতার বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ করা হয় বলে থানার ওসি জানান।

এক শ্রমিক নেতা এখনও পলাতক রয়েছেন।