ঝিনাইদহে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝিনাইদহের তিনটি উপজেলায় ঝড়ে কয়েকশ বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক গাছপালা ভেঙ্গে গেছে।  

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2016, 10:00 AM
Updated : 6 April 2016, 10:00 AM

মঙ্গলবার সন্ধ্যায় ওই ঝড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। 

খুঁটি ভেঙে মহেশপুর, কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে বলে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালবৈশাখী ঝড়ে মহেশপুর, কোটচাঁদপুর ও কালীগঞ্জের কয়েকশ বসতবাড়ি ও কয়েক হাজার গাছ ভেঙে গেছে। নষ্ট হয়ে গেছে অনেক ফসলি জমি।

মহেশপুরে ছয়জন ও কালীগঞ্জে একজন আহত হওয়ার কথা নিশ্চিত করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ঝড়ে গাছ ভেঙে পড়ায় সড়কগুলোতে গভীর রাত পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।