শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2016, 08:12 AM
Updated : 6 April 2016, 08:13 AM

মঙ্গলবার দুপুর ও সন্ধ্যায় এ দুটি ঘটনা ঘটে।

মৃতরা হলেন নালিতাবাড়ীর আমলাতলী গ্রামের রহিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫), রফিকুল ইসলামের ছেলে আনিস (২২) এবং নকলার মমিনাকান্দা গ্রামের ফরহাদ আলীর ছেলে নায়েব আলী(১৭)।

শেরপুর সদর থানার এসআই রবিউল ইসলাম মৃত দুই চাচাত ভাইয়ের স্বজনদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরে ভূমিকম্পের সময় ক্ষেতের ওপর দিয়ে টানা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।

“ধানক্ষেতে কাজ করার সময় ওই দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।” 

এসআই রবিউল বলেন, তাদের হাতের তালু পুড়ে গেছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতলে রাখা হয়েছে।

এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, নকলায় নিহত নায়েব আলী একটি মুড়ি কারখানার শ্রমিক।

নকলা থানার পরিদর্শক (তদন্ত) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জালালপুরের একটি মুড়ি কারখানার শ্রমিক নায়েব আলী পিকআপ থেকে ভ্যান জ্বালনি কাঠ নামাচ্ছিলেন।

“ওই সময় একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নায়েব আলীর মৃত্যু হয়।”

এ ব্যাপারে নকলা থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান পরিদর্শক হালিম।