সাঁতরে মেঘনাপাড়ির চেষ্টায় কলেজছাত্রের মৃত্যু

সাঁতরে মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে চাঁদপুরের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2016, 09:43 AM
Updated : 3 April 2016, 10:33 AM

শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার পাঁচ তরুণ নদীতে সাঁতার শুরু করেন।  চারবন্ধু উঠে এলেও ডুবে যান মো. সালাউদ্দিন (১৮)।

মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার জানান, রাতে ডুবুরিরা সালাউদ্দিনের লাশ উদ্ধার করেছে।  

সালাউদ্দিন মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের বড় কিনারচর গ্রামের মাইনউদ্দিনের ছেলে এবং নিশ্চিন্তপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সালাউদ্দিন ও তার চার বন্ধু সাঁতরে মেঘনা পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। দুপুরে হাপানিয়া এলাকা থেকে তারা সাঁতার শুরু করেন।

“তাদের মধ্যে তিনজন সাঁতরে নদীর ওপারে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাশারচরে পৌঁছাতে সক্ষম হন এবং একজন শেষ না করে ফিরে আসেন। কিন্তু সালাউদ্দিন নিখোঁজ হয়ে যান।”

ওসি বলেন, পরে তার বন্ধুরা বিষয়টি সালাউদ্দিনের বাড়ির লোকজনকে জানালে মেঘনা-ধনাগোদা নদীতে তল্লাশি চালানো হয়। রাত ৯টার দিকে ডুবুরিরা সালাউদ্দিনের লাশ উদ্ধার করে।