ছিনতাই: দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে ছিনতাই ঘটনায় দুই যুবলীগ নেতা ও এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2016, 11:39 AM
Updated : 2 April 2016, 11:39 AM

শনিবার কালিগঞ্জ থানার ওসি শেখ মতিয়ার রহমান জানান, আগের রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আমিয়ান গ্রামের কৃপা সিন্ধু ঘোষের ছেলে থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ ঘোষ (৩২), নারায়ণপুর গ্রামের দুলাল সরকারের ছেলে থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক সরকার (৩২) এবং সোনাতলা গ্রামের অবেদ আলী গাজির ছেলে ‘মাদক বিক্রেতা’ জিয়াউল ইসলাম (২৮)।

এ ঘটনায় যশোর জেলার অভয় নগর থানার নোয়া পাড়া গ্রামের আশারাফ মোল্লার ছেলে শরীফ মোল্লা বাদি হয়ে শনিবার থানায় একটি দস্যুতা ও ছিনতাইয়ের মামলা করেছেন।

ওসি জানান, মামলার বাদি শরীফ মোল্লা শুক্রবার রাতে বাসে করে কালিগঞ্জ থানার নারায়ণপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।

ওই সময় ওৎ পেতে থাকা ছিনতাইচক্রের সদস্য যুবলীগ নেতা লক্ষণ, কার্ত্তিক ও জিয়া সার্জিক্যাল ক্লিনিকের রাস্তায় পুলিশ পরিচয়ে তাকে মারধর করে গলার চেইন, নগদ সাড়ে ৭ হাজার টাকা ছিনতাই করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে ওসি জানান।

তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি থানা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবীরের ছিল বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে থানা যুবলীগের সভাপতি শেখ আনোয়ারুল কবীর লীটু কিছু বলতে অপরগতা প্রকাশ করেন।

তবে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘কোনো অপরাধ করলে সংগঠন তার দায় ভার নেবে না।’

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমল রায় আদালতে তাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছেন।