ঘুমের মধ্যে তলিয়ে গেল নৌকা, একজনের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে রাতে নোঙর করা বালু বোঝাই একটি নৌকা ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন আরেক শ্রমিক।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2016, 08:36 AM
Updated : 29 March 2016, 08:36 AM

মঙ্গলবার সকালে উপজেলার ভীমখালি ইউনিয়নের ঘাগটিয়া থেকে ডুবে যাওয়া নৌকা ও একজনের লাশ উদ্ধার করা হয়।  

নিহত মো. আসাদ আলী (৩২) ভীমখালি ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।

নিখোঁজ রয়েছেন একই গ্রামের মো. মনির হোসেন (২০)।

জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সোমবার রাতে সুনামগঞ্জ থেকে বালুবোঝাই নৌকাটি  কিশোরগঞ্জ যাচ্ছিল।

“পথে ঘাগটিয়ায় সুরমা নদীতে নৌকাটি নোঙর করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শ্রমিকরা।

“সকালে স্থানীয়রা নৌকাটি পানিতে তলিয়ে গেছে দেখে পুলিশে খবর দেয়।”

ওসি জানান, দুপুরে থানা পুলিশ এক শ্রমিকের মৃতদেহ ও ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে।

নিখোঁজ শ্রমিকের সন্ধানে দমকল বাহিনী ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। 

ডুবে যাওয়া নৌকাটিতে ওই দুইজন শ্রমিকই ছিলেন বলে জানান স্থানীয় ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান।