খাগড়াছড়িতে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, বজ্রপাতে নিহত ১

খাগড়াছড়িতে ঝড়ে অন্তত দুইশত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ওই সময় বজ্রপাতে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2016, 07:05 AM
Updated : 29 March 2016, 07:05 AM

বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

সোমবার বিকালে ২৫ মিনিটের এ ঝড়ে আম, লিচু, কাঠাল ও কলাসহ বিভিন্ন ফলজ বাগানসহ সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহত সাবেক সেনা সদস্য মিন্টু ত্রিপুরা মাটিরাঙা উপজেলার তবলছড়ি এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতির তালিকা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। অনেক জায়গায় গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর জানান, ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে তা বলা যাচ্ছে না।

মাটিরাঙা থানার ওসি শাহাদাত হোসেন টিটু ঝড়ের সময় বজ্রপাতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

</div>  </p>