আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2016, 11:29 AM
Updated : 24 March 2016, 11:29 AM

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে তিনি বলেন, “আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিয়েছিলাম। কোনো কোনো জায়গায় সহিংতার যেই ঘটনা ঘটেছে সেখানে আগামীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও সতর্ক থাকবেন, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।”

পিরোজপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে পাঁচজন নিহতসহ সারাদেশে প্রাণহানির জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে বিএনপির সমালোচনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের দুদিন আগে ও পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন জাবেদ আলী।

“ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেসব স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক চোখ-কান খোলা রাখতে হবে।”

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মামুনুর রশিদসহ ইউপি নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী।