টাঙ্গাইল দুর্ঘটনায় দাদা-নাতিসহ নিহত ৩

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় নসিমন যাত্রী তিনজন নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2016, 07:57 AM
Updated : 24 March 2016, 07:57 AM

বুধবার গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে ধনবাড়ীতে বাস ও লেগুনার সংঘর্ষে চার জন আহত হয়েছেন।

নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গার জামাল হোসেন (৫০), তার নাতি সানিয়া আক্তার (৮) এবং তাদের আত্মীয় রইস উদ্দিন (৬০)।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, ওই তিনজন রাতে মধুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে নসিমনযোগে এলেঙ্গায় বাড়ি ফিরছিলেন।

“রাত ১টার দিকে গাঙ্গাইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের নসিমনের সংঘর্ষ হলে ঘটনাস্থলে সানিয়ার এবং হাসপাতালে নেওয়ার পর অপর দুজনের মৃত্যু হয়।”

অপরদিকে, ধনবাড়ীর রূপশান্তি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এক লেগুনার চার যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে জামালপুর যাচ্ছিল।

বেলা ১১টার দিকে উপজেলার রূপশান্তি এলাকায় পৌঁছলে শেরপুর থেকে ছেড়ে আসা সীমান্ত পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।