ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী দুজন নির্বাচিত হয়েছেন।
Published : 23 Mar 2016, 12:19 AM
আশুগঞ্জের নির্বাচন কর্মকতা খ ম আরিফুল ইসলাম এ তথ্য দেন।
দূর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউল করিম খান সাজু, আড়াইসিধা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সেলিম মিয়া, তালশহর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আবু সামা, তারুয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ইদ্রিস হাসান, শরীফপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইফ উদ্দিন চৌধুরী, লালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী নেতা স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের বিজয়ী, চর চারতলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জিয়া উদ্দিন খন্দকার বিজয়ী হয়েছেন।