বাগেরহাটে নির্বাচনে ৭৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদের মধ্যে ৭১টি আওয়ামী লীগ ও দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
Published : 22 Mar 2016, 11:54 PM
মঙ্গলবারের নির্বাচনে ৪১টি ইউনিয়নের চেয়ারম্যান পদের মধ্যে ৩৯টি আওয়ামী লীগ ও দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে ৩২টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন মল্লিক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
বিজয়ীর হলেন-
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন: শেখ আক্তারুজ্জামান বাচ্চু (নৌকা), কচুয়া উপজেলার গোপালপুর: এস. এম. আবু বক্কর সিদ্দিক (নৌকা), মঘিয়া ইউনিয়ন: পঙ্কজ কান্তি অধিকারী (নৌকা), রাঢ়িপাড়া ইউনিয়ন: তাসলিমা বেগম (নৌকা)।
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন: মো. গিয়াস উদ্দিন গাজী (নৌকা), উজলকুড় ইউনিয়ন: গাজী আকতারুজ্জামান (নৌকা), বাইনতলা ইউনিয়ন: মো. আবদুল্লাহ ফকির (নৌকা), রামপাল ইউনিয়ন: এস.এম. জামিল হাসান (নৌকা), রাজনগর ইউনিয়ন: সরদার আব্দুল হান্নান (নৌকা), হুড়কা ইউনিয়ন: তপন কুমার গোলদার (নৌকা), পেড়িখালী ইউনিয়ন মো. রফিকুল ইসলাম বাবুল (নৌকা), ভোজপাতিয়া ইউনিয়ন: মো. নূরল আমিন শেখ (নৌকা), বাঁশতলী ইউনিয়ন: শেখ মোহাম্মদ আলী (নৌকা)।
ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন: স্বপন কুমার দাশ (নৌকা), লখপুর ইউনিয়ন: মো. আবুল হোসেন (নৌকা), পিলজঙ্গ ইউনিয়ন: খান শামীম জামান পলাশ (নৌকা),
মানসা-বাহরদিয়া ইউনিয়ন: মো. রেজাউল করিম ফকির (নৌকা), নলধা-মৌভোগ ইউনিয়ন: কাজী মুহম্মদ মহসীন (নৌকা), শুভদিয়া ইউনিয়ন: মো. শহীদুল ইসলাম (নৌকা)।
মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন শেখ কবির উদ্দিন (নৌকা), চিলা ইউনিয়ন: গাজী আকবর হোসেন (নৌকা), বুড়িরডাংগা ইউনিয়ন: নিখিল চন্দ্র রায় (নৌকা), চাঁদপাই ইউনিয়ন: মোল্লা মো. তারিকুল ইসলাম (নৌকা), মিঠাখালী: ইস্রাফিল হাওলাদার (নৌকা)।
মোরলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন: শাহ চাঁদ মিয়া শামীম (নৌকা), দৈবজ্ঞহাটি ইউনিয়ন: মা. শহীদুল ইসলাম ফকির (নৌকা), রামচন্দ্রপুর ইউনিয়ন: এইচ. এম. মিজানুর রহমান (নৌকা), চিংড়াখালী ইউনিয়ন: মো. আলী আক্কাস (নৌকা), হোগলাপাশা ইউনিয়ন: মো. রেজাউল ইসলাম নান্না (বিদ্রোহী আ.লীগ), বনগ্রাম ইউনিয়ন: রিপন চন্দ্র দাস (নৌকা), বলইবুনিয়া ইউনিয়ন: মো. শাহজাহান আলী খাঁন (নৌকা), হোগলাবুনিয়া ইউনিয়ন: মো. আকরামুজ্জামান (বিদ্রোহী আ.লীগ- আনারস), বহরবুনিয়া ইউনিয়ন: রিপন হোসেন তালুকদার (নৌকা), জিউধরা ইউনিয়ন: মা. জাহাঙ্গীর আলম বাদশা (নৌকা), নিশানবাড়িয়া ইউনিয়ন- আবদুর রহিম হাওলাদার বাচ্চু (নৌকা), বারইখালী, ইউনিয়ন: মা. শফিকুর রহমান লাল (নৌকা), মোড়লগঞ্জ ইউনিয়ন: এইচ এম মাহমুদ আলী (নৌকা), খাউলিয়া ইউনিয়ন: আবুল খায়ের হাওলাদার (নৌকা)।
শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন: মাইনুল হোসেন টিপু (নৌকা), খোন্তাকাটা ইউনিয়ন: মো. জাকির হোসেন মহিউদ্দিন (নৌকা), রায়েন্দা ইউনিয়ন: মো. আসাদুজ্জামান মিলন (নৌকা) এবং সাউথখালী ইউনিয়ন: মো. মোজাম্মেল হোসেন (নৌকা)।