মুন্সীগঞ্জের ১০ ইউনিয়ন পরিষদেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
Published : 22 Mar 2016, 11:47 PM
মঙ্গলবার রাতে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজা সোমা বেসরকারি এ ফলাফল জানিয়েছেন।
জৈনসার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম দুদু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মালখানগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সানজিদা আক্তার ৫ হাজার ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ জেলায় চেয়ারম্যান পদে তিনিই একমাত্র নারী প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আজিজুল হক খান পেয়েছেন এক হাজার ৭১৩ ভোট।
বাসাইল ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের সাইফুল ইসলাম যুবরাজ ৬,৮৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী সরকার মো. শামসুজ্জামান পনির পেয়েছেন ৫,১০১ ভোট।
বয়রাগাদী ইউপিতে আওয়ামী লীগের গাজী মো. আলাউদ্দিন ৩,২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম হাবিবুর রহমান পেয়েছেন ২,৯০০ ভোট।
রশুনিয়া ইউপিতে ৫,৪৫৭ ভোট পেয়ে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের ইকবাল হোসেন চোকদার বিজয়ী হয়েছেন। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী জাহিদুল ইসলাম পেয়েছেন ২,৪১৯ ভোট।
লতব্দী ইউপিতে ৬,৬৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এইচ এম সোহরাব হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাফেজ ফজলুল হক পেয়েছেন ৪,৯২৩ ভোট।
বালুরচর ইউপিতে ১৩,৫২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আবু বকর সিদ্দিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিন উদ্দিন চৌধুরী পেয়েছেন ৪,৭৯৮ ভোট।
ইছাপুরায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আব্দুল মতিন হাওলাদার ৬০৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গাজী কামরুজ্জামান লিপু পেয়েছেন ৪,১৪০ ভোট।
কোলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মীর লিয়াকত আলী ৩,৫১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটত বিএনপির আবু তাহের পেয়েছেন ১,৩০৮ ভোট।
মধ্যপাড়া ইউপিতে আওয়ামী লীগের হাজী করিম শেখ ৫,৮৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বর্তমান চেয়ারম্যান বিএনপির মো. আজিম আল রাজী পেয়েছেন ২,৮৭০ ভোট।