Published : 22 Mar 2016, 11:45 PM
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য দিয়েছেন।
বরগুনা সদরের বদরখালীতে শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন (আওয়ামী লীগ), গৌরীচন্নাতে মো মনিরুল ইসলাম (স্বতন্ত্র), ফুলঝুড়িতে গোলাম কিবরিয়া (আওয়ামী লীগ বিদ্রোহী), কেওড়াবুনিয়াতে আবু হানিফ মাতুব্বর (স্বতন্ত্র), আয়লা পাতাকাটায় খন্দকার আশ্শাকুর রহমান (আওয়ামী লীগ), বুড়িরচরে মো. সিদ্দিকুর রহমান (আওয়ামী লীগ), ঢলুয়া য় আবু হেনা মোস্তফা কামাল টিটু (বিএনপি), বরগুনা সদরে গোলাম আহাস সোহাগ (আওয়ামী লীগ), এম বালিয়াতলীতে মো. শাহনেওয়াজ সেলিম (আওয়ামী লীগ) এবং নলটোনায় মো. হুমায়ূন কবীর (আওয়ামী লীগ) বিজয়ী হয়েছেন।
আমতলী উপজেলা গুলিশাখালীতে নুরুল ইসলাম (আওয়ামী লীগ), কুকুয়ায় মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার (আওয়ামী লীগ), আঠারগাছিয়ায় হারুন-আর-রশীদ (আওয়ামী লীগ), হলদিয়ায় শহিদুল ইসলাম মৃধা (আওয়ামী লীগ), চাওড়ায় মো. আক্তারুজ্জামান খান বাদল (আওয়ামী লীগ) এবং আরপাঙ্গাসিয়ায় একেএম নুরুল হক (বিএনপি বিদ্রোহী) বিজয়ী হয়েছেন।
বেতাগী উপজেলার বিবিচিনিতে মো. নওয়াব হোসেন নয়ন (আওয়ামী লীগ), বেতাগী সদরে মো. নজরুল ইসলাম (আওয়ামী লীগ), মোকামিয়ায় মাহাবুব আলম সুজন (বিএনপি), হোসনাবাদে মাকসুদুর রহমান ফোরকান (আওয়ামীলীগ), বুড়ামজুমদারে সৈয়দ গোলাম রব (আওয়ামী লীগ), কাজিরাবাদে মো. মোশাররফ হোসেন (আওয়ামী লীগ) এবং সড়িষামুড়িতে ইমাম হোসেন শিপন (আওয়ামী লীগ) জয়ী হয়েছেন।
বামনা উপজেলায় বুকাবুনিয়ায় সাইদুর রহমান সবুজ (আওয়ামীলীগ বিদ্রোহী), বামনা সদরে কামরুজ্জামান ছগির (আওয়ামী লীগ), রামনায় আব্দুল খালেক জোমাদ্দার (স্বতন্ত্র) এবং ডৌয়াতলায় মিজানুর রহমান (আওয়ামী লীগ বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন।
পাথরঘাটা উপজেলায় রায়হানপুরে মিজানুর রহমান রুপক (আওয়ামী লীগ), নাচনাপাড়ায় মো. ফরিদ মিয়া (আওয়ামী লীগ), চরদুয়ানিতে মো. হাফিজ উদ্দিন আহম্মেদ (আওয়ামী লীগ), পাথরঘাটা সদরে মোল্লা আসাদুজ্জামান (আওয়ামী লীগ), কালমেঘায় আকন মোহাম্মদ শহিদুল ইসলাম (আওয়ামীলীগ বিদ্রোহী) , কাকচিড়ায় মো. আলাউদ্দিন পল্টু (আওয়ামী লীগ) এবং কাঠালতলীতে মো. শহিদুল ইসলাম (আওয়ামী লীগ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।