নেত্রকোণার খালিয়াজুড়ি ইউনিয়নে ভোট ছিনতাইয়ের ঘটনায় এক আওয়ামী লীগ প্রার্থীর ভাই ‘গুলিবিদ্ধ’ হয়ে মারা গেছেন।
Published : 22 Mar 2016, 11:32 PM
নিহত গোলাম কাওসার (৩৫) ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু ইসহাকের ছোট ভাই।
আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কির্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে একদল যুবক।
পুলিশের গুলির পর ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ গোলাম কাওসারকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
তিনি পুলিশের গুলিতে মারা গেছেন কি না এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খান মো. আবু নাসের বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার সময় অন্য কোনো পক্ষ গুলি ছুড়েছে কি না এমন প্রশ্ন করলেও তিনি ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান।
অপরদিকে কারা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেছিল সে বিষয়েও প্রিজাইডিং কির্মকর্তা ও পুলিশ ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানায়।
এ সময় এসআই ফজলুল হক আহত হন বলে প্রিজাইডিং কির্মকর্তা জানিয়েছেন।
লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বুধবার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।