সিলেট সদর উপজেলার আট ইউনিয়নের দুটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
Published : 22 Mar 2016, 10:48 PM
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য জানান।
কান্দিগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউনিয়নে হিরণ মিয়া বিজয়ী হয়েছেন।
এছাড়া, টুলটিকর ইউনিয়নে জয়ী হয়েছেন এসএম আলী হোসেন, খাদিমপাড়া ইউনিয়নে মো.আফসার আহমদ ও জালালাবাদ ইউনিয়নে মনফর আলী জয়ী হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
হাটখোলা ইউনিয়নে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী আজির উদ্দিন ও টুকেরবাজার ইউনিয়নে শহীদ আহমদ বিজয়ী হয়েছেন।
এছাড়াও খাদিমনগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী দিলোয়ার হোসেন।