ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফলে দুইজন বিদ্রোহী প্রার্থীসহ পাঁচটিতে বিএনপি নেতারা এবং চারটিতে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
Published : 22 Mar 2016, 10:37 PM
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রাশেদুল হাসান চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ীরা হচ্ছেন, ১নং ছনধরা-মো. ওবায়দুল হক (আ.লীগ), ২নং রামভদ্রপুর- মো. রোকনুজ্জামান রোকন (বিএনপি), ৩নং ভাইটকান্দি- আলাল উদ্দিন (আ.লীগ), ৫নং ফুলপুর- মো. জাহাঙ্গীর আলম (বিএনপির বিদ্রোহী), ৬নং পয়ারী-মফিজুল ইসলাম (বিএনপি), ৭নং রহিমগঞ্জ- আবু সাঈদ সরকার (আ.লীগ), ৮নং রূপসী- আবুল কালাম তালুকদার (বিএনপি), ৯নং বালিয়া- আজাহারুল মোজাহিদ সরকার (বিএনপি) এবং ১০নং বওলা- অ্যাডভোকেট হারুন অর রশীদ (আওয়ামী লীগ)।
একটি কেন্দ্র স্থগিত হওয়ায় সিংহেশ্বর ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. আব্দুল মোতালেব এগিয়ে রয়েছেন।