প্রথম দফা নির্বাচনে শেরপুরের ১২ ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
Published : 22 Mar 2016, 10:13 PM
মঙ্গলবার রাত পৌনে ১০টায় শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম জানিয়েছেন ১২টি ইউনিয়ন নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
নালিতাবাড়ীতে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন যোগানীয়া ইউনিয়নে হাবিবুর রহমান, কাকরকান্দি ইউনিয়নে শহীদুল্লাহ তালুকদার, মরিচপুরান ইউনিয়নে খোন্দকার শফিকুল ইসলাম, বাঘবের ইউনিয়নে আব্দুস সবুর, নালিতাবাড়ী ইউনিয়নে আসাদুজ্জামান আসাদ, রূপনারায়ণকুড়া ইউনিয়নে মিজানুর রহমান, কলসপাড় ইউনিয়নে আবুল কাশেম ও রাজ নগর ইউনিয়নে ফারুক আহমেদ বকুল।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন রামচন্দ্রকুড়া ইউনিয়নে খোরশেদ আলম এবং পোড়াগাঁও ইউনিয়নে আজাদ মিয়া।
দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন
নয়াবিল ইউনিয়নে বিএনপির ইউনুছ আলী দেওয়ান এবং নন্নী ইউনিয়নে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান রিটন।