ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
Published : 22 Mar 2016, 09:51 PM
মঙ্গলবার রির্টানিং অফিসার মাহমুদুর রহমান জানান, এলাঙ্গী ইউনিয়নে আওয়ামী লীগের মো. মিজানুর রহমান ৪ হাজার ৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৪ হাজার ৩১ ভোট।
তিনি জানান, বলুহর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মতিন ৪ হাজার ৯৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘জামায়াত সমর্থিত’ সতন্ত্র শাহ আলম পেয়েছেন ৪ হাজার ৩৩৮ ভোট।
সাফদারপুর ইউনিয়নে আওয়ামী লীগের নওশের আলি ৬ হাজার ৮৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৪৯ ভোট বলে জানান তিনি।
রির্টানিং অফিসার মাসুদুর রহমান জানান, কুশনা ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল হান্নান ৬ হাজার ৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির লিয়াকত আলী পেয়েছেন ৫ হাজার ৪০৬ ভোট।
দোড়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. কাবিল উদ্দিন বিশ্বাস ৪ হাজার ৮৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সতন্ত্র আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ২০৮ ভোট বলে জানান তিনি।