ভোলায় জেলার ৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ঘোষিত ফলাফলের একটি ছাড়া সবগুলোয় আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
Published : 22 Mar 2016, 09:16 PM
সদরের ধনিয়া ও বাপ্তা ইউনিয়নের ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করায় এদুটির ফলাফল ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান এসব জানিয়েছেন।
তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রিয়াজ হোসেন হান্নান চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের আবু তাহের।
অপরদিক আওয়ামী লীগের নির্বাচিত ৩৫ জনের মধ্যে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বেসরকারিভাবে নির্বাচিত হন। দক্ষিন দিঘলদী ইউনিয়নে ইফতারুল হাসান স্বপন ও দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের মেহেদী হাসান মুকু।
ভোলা সদর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মো. বশির আহম্মদ (আলীনগর), মো. জসিম উদ্দিন (শিবপুর), লিয়াকত হোসেন মনসুর (উত্তর দিঘলদী), মো. গিয়াস উদ্দিন (পশ্চিম ইলিশা), আব্দুস সালাম মাল (ভেলুমিয়া), মো. তাজুল ইসলাম (ভেদুরিয়া), মো. মহিউদ্দিন মাতব্বর (চরসামাইয়া) বিজয়ী হয়েছেন।
বোরহানউদ্দিন উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে রেজাউল করিম রিয়াজ (গঙ্গাপুর), মহিবুল্লাহ মৃধা (সাচড়া), আসাদুজ্জমান বাবুল (দেউলা), আব্দুর রব কাজী (কচিয়া), কামরুল হাসান চৌধুরী (টবগী), আলমগীর চৌধুরী (হাসান নগর), নাজমুল আহসান (কুতুবা) জয়ী হয়েছেন।
তজুমদ্দিন উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে ফজলুল হক দেওয়ান (শম্ভুপুর), মো. ফখরুল আলম জাহাঙ্গীর (চাঁদপুর), রিয়াজ হোসেন হান্নান (চাচড়া) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চরফ্যাশন উপজেলায় মোজাম্মেল হক জমাদার (চরমাদ্রাজ), মাহবুব আলম খোকন (এওয়াজপুর), কাউছার মাস্টার (চরকলমী), ইউনুছ নসু মিয়া (জাহানপুর ), ঢালচরে আ. ছালাম হাওলাদার (ঢালচর), রুহুল আমীন (নজরুল নগর), সেলিম হাওলাদার (হাজারীগঞ্জ), লালমোহন উপজেলায় হেদায়েতুল ইসলাম মিন্টু (ধলিগৌরনগর), মো. শাহজাহান মিয়া (লালমোহন) বিজয়ী হয়েছেন।
মনপুরা উপজেলার শাহরিয়ার চৌধুরী দীপক (হাজিরহাট) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দৌলতখান উপজেলায় মোশারফ হোসেন (চরপাতা), একেএম নাছির উদ্দিন নান্নু (মদনপুর), মনজুর আলম (মেদুয়া), মো. ইয়াছিন লিটন (উত্তর জয়নগর), মো. আলমগীর (দঃ জয়নগর) বিজয়ী হয়েছেন।