ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
Published : 22 Mar 2016, 08:48 PM
মঙ্গলবার ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা রিটানিংঅফিসার মতিউর রহমান জানান, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী শাহীন (নৌকা প্রতীকে) ৪ হাজার ৯০৮ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীকে ৪ হাজার ৭৪৭ ভোট এবং বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৭১০ ভোট পেয়েছেন বলে জানান তিনি।