জামালপুরের সরিষাবাড়ীতে যুবলীগের এক নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
Published : 22 Mar 2016, 08:42 PM
মঙ্গলবার রাত ৮টায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত খলিলুর রহমান বাবু ভূইয়া (৩৫) সরিষাবাড়ী পৌর এলাকার মাইজবাড়ী গ্রামের কালু ভূইয়ার ছেলে।
জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।
সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারী জানান, পৌর যুবলীগের সদস্য খলিলুরকে মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা কুপিয়ে বাবু ভুইয়াকে তার বাড়ির অদূরে মাইজবাড়ী সেতুর কাছে ফেলে রাখে।