প্রধম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছে।
Published : 22 Mar 2016, 08:38 PM
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।
ডুমুরিয়া ইউনিয়নে কবির আলম তালুকদার, গোপালপুর ইউনিয়নে সুষেন সেন, বর্ণি ইউনিয়নে মো. শফিকুল ইসলাম, কুশলি ইউনিয়নে মো. খালিদ হোসেন ও পাটগাতি ইউনিয়নে মিলন মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
গোপালপুর ও ডুমুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীরা এলাকায় সমাবেশ করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দড়ান।
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিছু ঘটনা ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪৫টি ভোটকেন্দ্রের ২০১টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৮১৫ জন। এর মধ্যে ৩১ হাজার ৫৫৪ জন পুরুষ ও ৩১ হাজার ২৬১ জন নারী ভোটার।