গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় এসি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন মেরামতকারী দগ্ধ হয়েছেন।
Published : 22 Mar 2016, 06:35 PM
মঙ্গলবার বিকালে টঙ্গীর কুনিয়া পাছর এলাকায় অনন্ত ক্যাজুয়াল ওয়াশিং প্ল্যান্ট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম।
দ্বগ্ধ তানভীর আহমেদ (৩০), আব্দুর রউফ (৩৭) ও মো. রফিকুল ইসলামকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোরশেদুল বলেন, কারখানারটির একটি নষ্ট এসি সারাই করছিলেন ওই তিনজন। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বগ্ধ হন তারা।
খবর পেয়ে তাদের ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।