মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা বস্তাচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 22 Mar 2016, 06:01 PM
মঙ্গলবার উপজেলার ঘোড়াদৌড় বাজার থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান লৌহজং থানা ওসি মোল্লা জাকির হোসেন।
নিহত সঞ্জয় সরকারের (২৫) বাজারে মুদি দোকান রয়েছে।
ওসি বলেন, রাতে দোকানে ছিলেন সঞ্জয়। সকালে দোকান বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাজারের ব্যবসায়ীরা দরজা ভেঙে তার মৃতদেহ পায়। মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় ডাল ও চিনির বস্তা নিচে চাপা দেওয়া ছিল।
“তাকে বাটখারা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।