জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে।
Published : 22 Mar 2016, 05:39 PM
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) পরীক্ষা আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে। চলবে ১৩ জুন পর্যন্ত।
পরীক্ষা বেলা ২টা থেকে শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nu.edu.bd থেকে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।