নীলফামারীর ডোমারে বাঁশভরতি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় বাঁশ বিঁধে পেছনের ট্রাকের চালক নিহত হয়েছেন।
Published : 22 Mar 2016, 02:51 PM
মঙ্গলবার ভোরে উপজেলার ধরনীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানান ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
নিহত উজ্জ্বল ইসলাম (৪০) পঞ্চগড় সদরের জগদল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, পঞ্চগড়ের জগদল থেকে একটি পাথর বোঝাই ট্রাক উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিল।
পথে ধরনীগঞ্জ বাজারের বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাঁশ বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কায় দেয়।
“এ সময় ট্রাকের সামনের কাচ ভেঙ্গে সামনের ট্রাকে থাকা বাঁশ উজ্জ্বলের পেটে বিঁধলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”
ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।