মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে বিএনপি প্রার্থীকে মারধরের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
Published : 22 Mar 2016, 12:12 PM
মঙ্গলবার সকালে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডিত মামুনুর রশীদ (৩৫) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের সমর্থক।
আহত বিএনপি প্রার্থী আব্দুল খালেক শিকদারকে (৬৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা পারভীন বলেন, ভোট কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং এক প্রার্থীকে মারধর করায় মামুনুর রশীদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।